জকিগঞ্জে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী রনি আটক
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৩১,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ২৭২৭ বার পঠিত
নিজস্ব জকিগঞ্জে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী আবুল হাসনাত রনি (২৭)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার রারাইগ্রামের হাজী আবুল খায়েরের পুত্র।
থানার ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তাকে জানান জকিগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে। ১টি অস্ত্র এবং অন্যটি মারামারি মামলা। এবং গোলাপগঞ্জ থানায় আরো দু’টি ডাকাতি মামলা রয়েছে। সিলেট নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে সে। ডিবি পুলিশ বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করে।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিছুক্ষণের মধ্যে হাজির করা হচ্ছে এমনটাই জানান ওসি।