পৌরসভা ও জকিগঞ্জ ইউপিতে শীতবস্ত্র বিতরণ করলো জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ
প্রকাশিত হয়েছে : ২:১০:৪৫,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভা ও ৫নং জকিগঞ্জ ইউপির শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো সংগঠনটি। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক আল মা্হমুদ রুমেল।
সংগঠক বাবর হোসাইন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন। বক্তব্য দেন বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, রাজনীতিক মোস্তুফা আহমদ কামান্ডার, সাইফুর রহমান, হানই মিয়া, আব্দুল গনি, খাদেম আব্দুল মতিন, সাংবাদিক সহকারি অধ্যাপক আল মামুন, ইউপি সদস্য আব্দুল মুনিম জামাল, পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ডা. হাবিবুল্লাহ মিছবাহ, সাবেক কাউন্সিলর জোসনা খানম, প্রবাসী রুমেল আহমদ, আবুল বাইছ, লুৎফুর রহমান দুলাল, মো: শাফি প্রমূখ। বক্তারা জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ভূয়সী প্রশংসা করে সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করেন।
প্রসঙ্গত: ৯টি ইউপি ও ১টি পৌরসভা মিলে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ১০০০হাজার শীতবস্ত্র (কম্বল) কিতরণ করে।