নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ থানা পুলিশ পলাতক আসামী আয়নুল হককে আটক করেছে। তিনি উপজেলার পাঠানচকগ্রামের মৃত: আব্দুল লতিফ খানের পুত্র। ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তাকে জানান বুধবার দিবারাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আয়নুলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেওয়া হয়েছে।