গুরুতর আহত রুহুল আমিনের শয্যাপাশে আল্লামা শুয়াইবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১:৫১:২৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাস্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জকিগঞ্জ-কানাইঘাটের এমপি সেলিম উদ্দিনের একান্ত সচিব (পিএস) মো: রুহুল আমিন রাজুকে দেখতে গেলেন প্রখ্যাত আলেম আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি হুজুর। বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ১২নং ওয়ার্ডের ২৮নম্বর কেবিনে দেখতে যান তিনি। বেশ কিছু সময় গুরুতর আহত রুহুল আমিন রাজুর পাশে থেকে সার্বিক খোজখবর নেন।
গত বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেট ফেরার পর নতুন ব্রীজে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রুহুল আমিন রাজু।