প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ৩:৫০:১৬,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৪২৮ বার পঠিত
সিলেটে বাড়ি ছাড়া কলেজ ছাত্রীর বাড়িতে সন্ত্রাসীদের তান্ডব শীর্ষক সংবাদ শনিবার (১৩ফেব্রুয়ারি) দৈনিক যুগান্তরের শেষ পৃষ্টায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন। সংবাদে বলা হয়েছে সিলেটে বাড়ি ছাড়া কলেজ ছাত্রীর বাড়িতে সন্ত্রাসীদের তান্ডব শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েচে। মূলত জকিগঞ্জের চারিগ্রামে কলেজ ছাত্রী শাবানার বাড়িতে সংঘটিত ঘটনা সাজানো, বানোয়াট ও ভিত্তিহীন। পুলিশী তদন্ত ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিদের তদন্তে বিষয়টি মিথ্যা প্রমাণ পেয়েছে বলে দাবি করেন প্রতিবাদকারি জামিল আহমদ, রুহুল আমিন, জালাল উদ্দিন। মামলার বাদি আমাদের চাচাতো বোন ও বাবুল আহমদ –আব্দুল হাসিমের ভাতিজি।
তারা বলেন, একই বাড়ির জায়গাটি বাবুল আহমদ গংদের কাছ থেকে গত বছরের ৯সেস্পেটম্বর ক্রয় করা হয়। জায়গাটি ক্রয়ের আগে শাবানার পিতাকে ক্রয়ের কথা জানালে তারা অপারগতা প্রকাশ করেন। এমনকি বাড়ির সকলেই জায়গাটি ক্রয়ে উৎসাহিত করেন। জায়গাটি ক্রয়ের ৮মাস পর জোর পূর্বক তারা দখল করতে মরিয়া হয়ে উঠে। জায়গার মালিক জালাল উদ্দিন ১২জানুয়ারি সকাল ৮টায় প্রতিবাদ করলে তাকে ও তাদের ছোট ভাই রুহুল আমিন, বোন মিছবাহ বেগমকে ধারালো অস্ত্র দিয়ে শাবানার বাবা, ভাই ও বোনেরা মাথায় কোপ ও শরীরের নানা স্থানে মারধর করে। ঐদিন থানায় শাবানার বাবা আব্দুল গনি, ভাই আলম আহমদ, হেলাল আহমদকে আসামী করে জকিগঞ্জ থানায় মামলা করা হয়। পুলিশ ১জনকে আটক করে। দেশীয় অস্ত্র দা, চাকু ও রক্তমাখা বাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৯জানুয়ারি আমাদের উপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ২১জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আাদালতে মামলা করে শাবানা। তারা আরো বলেন আমরা সকলেই নিরীহ প্রকৃতির লোক। কিছু কুচক্রিমহল তাদেরকে উস্কে দিয়ে আমাদের হয়রানী করতে উঠে পড়ে লেগেছে।