৫নং জকিগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৩২,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৭৬৩ বার পঠিত
আহমদুল হক চৌধুরী বেলাল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণ নিয়ে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা রবিবার বিকেলে জকিগঞ্জ ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়ত করেন বারহাল ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পমাদক মঞ্জুরুল হামিদ চৌধূরী , গীতা পাঠ করেন নিপেন্দ্র বিশ্বাস।
বক্তব্য রাখেন , উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামস উদ্দিন আব্দুল মালেক, ইউনুছ আলী, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, জহরুল হক খসরু, মালেক আহমদ, আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মাহতাব আহমদ, শাহাব উদ্দিন সাবু, বিভাকর দেশমূখ্য, অমিত সরকার প্রমূখ। সভায় ৯ টি ইউপির মধ্যে একক প্রার্থী নির্ধারণ করে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রাথীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রার্থী চূড়ান্ত করতে আরো কয়েকদিন সময় চেয়ে নেন ।
জকিগঞ্জ ইউনিয়নের দলীয় প্রাথী ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মী একমত পোষন করে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান কে মনোনিত করে সভায় চমক লাগিয়ে দেন ।