জালাল উদ্দিনকে আহ্বায়ক করে সুলতানপুরে ‘আমরা সীমান্তবাসী’ সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৩০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে ‘আমরা সীমান্তবাসী’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে এক সভা ইউনিয়নের যুবক-মুরব্বীদের সমন্বয়ে শুক্রবার সকাল ১০টায় গঙ্গাজলস্থ আলিফ সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান আছই মিয়া। সভা পরিচালনা করেন সংগঠক বদরুল হক তাপাদার। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমাজসেবক মো: জালাল উদ্দিন। বক্তব্য দেন হাজী আতাউর রহমান, নজরুল ইসলাম তাপাদার, মাওলানা আব্দুল মন্নান, ফয়জুর রহমান, ডা. মোস্তাক আহমদ মছনু, মো: রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাম মোস্তফা মস্তু, আব্দুল আহাদ, আয়নুল হক খান ও কবির আহমদ প্রমূখ।
জালাল উদ্দিনকে আহ্বায় করে ৫১সদস্য বিশিষ্ট ‘আমরা সীমান্তবাসী’ কমিটি গঠন করা হয়। বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া নদী ভাঙ্গন রোধসহ উল্লেখযোগ্য সমস্যা সমাধানে এ সংগঠন ভূমিকা রাখবে বলে আলোচনা হয়।