বিরশ্রীর গদাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:৪৪:১৬,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের গদাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ‘মিড ডে মিল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া,বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, অধ্যক্ষ আজির উদ্দিন, অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন।
বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাগিব রাবেয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী সামিহা আজির সুমি, বিদ্যালয় কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, প্রধান শিক্ষক জয়নুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক রাহিমা বেগম। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মুখে দুপুরের খাবার খাবার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিদিনই বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর দুপুরে হালকা খাবার পরিবেশন করা হবে।