বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর মাসুকের মৃত্যু; মায়ের আহাজারি
প্রকাশিত হয়েছে : ১:৫১:৩৫,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯১৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পুত্রের লাশের পাশে মমতাময়ী মায়ের আহাজারি দেখে কেউ কান্না সংবরণ করতে পারেননি। বার বার একই কথা বলছেন, কেনো বাবা সামান্য টাকার জন্য, তোমাকে জীবন দিতে হলো। আমার আদরের ধনকে ফিরিয়ে দাও। কিন্তু কে দেবে তাকে স্বান্তনা।
দিনমজুর মাসুক আহমদ (২২) আজ রোববার বেলা ১১টার দিকে বাবুর বাজারের পশ্চিমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাদিমান গ্রামের আব্দুল মন্নানের পুত্র। স্থানীয়রা জানান স্থানীয় ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী শামীম আহমদের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাসুক।