সুলতানপুর ইউপিতে সহিদাবাদ ইয়ং ব্রাদার্সের অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:১০,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ ইয়ং ব্রাদার্সের অফিস আজ সোমবার সন্ধ্যা ৭টায় উদ্বোধন করা হয়েছে। এ উপলেক্ষ্য আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাসুক আহমদ। পারভেজ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী মাহবুব চৌধুরী। তিনি বক্তব্যে বলেন তরুণ প্রজন্মকে ক্রীড়া, সমাজসেবাসহ সকল ভালো কাজে এগিয়ে আসা উচিত। পাশাপাশি ইয়ংব্রাদার্সের সকল সদস্যকে এলাকার উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে আহ্বান জানান। তিনি ইয়ং ব্রাদার্সের সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়ে সার্বিক সফলতা কামনা করেন।
বক্তব্য দেন ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস ছুবহান, আজিজুল খালিক, জামিল আহমদ, মাখন আহমদ, কামরুল ইসলাম, অলি আহমদ প্রমূখ। সভার আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি মাহবুব চৌধুরীসহ অন্যান্য অতিথিগণ।