বাল্য বিবাহের মিথ্যা অভিযোগকারি সৎ ভাইকে জেল দিলেন জকিগঞ্জের ইউএনও
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৪১,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বাল্য বিবাহ বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন সৎ ভাই। সে অনুযায়ী পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে যান উপেজলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। কিন্তু অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়াতে উল্টো অভিযোগকারিকে কারাগারে প্রেরণ করেন তিনি। ঘটনাটি ঘটেছে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার জকিগঞ্জ বার্তাকে জানানঅভিযোগকারি আব্দুস ছালাম (৩৩) তার সৎবোনের বাল্য বিবাহ হচ্ছে এমন অভিযোগ দিলে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা যায় মেয়েটির বয়স ১৯বছর। মিথ্যা প্রমাণিত হওয়াতে অভিযোগকারিকে ৭দিনের সাজা দেওয়া হয়েছে।
বিয়ের কাজি মো: শরীফ জানান কনে সুহাদা আক্তার, পিতা সফর আলী, গ্রাম পিল্লাকান্দি এবং বর মো: সরফ আলী মানিকপুর ইউপি, গ্রাম দেওয়ানচক। আজ ছিল সোমবার ছিল বিয়ের দিন। বিকেল ৪টার দিকে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে আসেন উপজেলা নির্বাহী অফিসার । জন্মনিবন্ধন, স্কুল সার্টিফিকেটসহ সব কিছুতেই প্রাপ্ত বয়স পাওয়া যায়। এতে অভিযোগকারি কনের সৎ ভাই যুবককে ধরে জেল দিলেন তিনি।