জকিগঞ্জে ছাত্রদলের মিছিল
প্রকাশিত হয়েছে : ১১:৫০:২৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের নব-গঠিত কেন্দ্রীয় কমিটি, সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সহ-সভাপতি, জকিগঞ্জের সন্তান মাহবুবুল হক চৌধুরীকে অভিভনন্দন জানিয়ে সোমবার বিকেলে পৌরশহরে মিছিল করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। ডাক বাংলো প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এমএ হক চত্ত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ বাচ্চু। পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গির আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা সামছুল ইসলাম লেইছ।
বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম, ছাত্রদল নেতা মো. জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস রহমান সায়েফ, জেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ তাপাদার, উপজেলা ছাত্রদল নেতা সাহাব উদ্দিন, আফজল আহমদ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন চৌধুরী, আবু তাহের জুনেদ, আনোয়ার শাহ, মাহফুজ খাঁন, কামাল আহমদ, জুবের আহমদ, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদল নেতা আবু তাহের জুনেদ, সায়েক আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, গুলজার আহমদ, আব্দুর রহমান, কাওসার আহমদ, চয়ন চন্দ্র, আমিনুল ইসলাম,শাহজাহান আহমদ প্রমূখ।