কসকনকপুর ইউপির আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:১৪,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮১৭ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জের কসকনকপুর ইউপির আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব মাঠে অনুষ্ঠিত হয়। টগরঠাকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং কসকনকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিজয় দত্তপুর কায়স্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ ও কসকনকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুশ শহিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাজিগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনামতি স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো:জামিল আহমদ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জবরুল হক,নজমুল ইসলাম,বদরুল হক,শাহিন মিয়া,শাহাব উদ্দিন,আব্দুল হক,ফয়ছল আহমদ,বিলকিছ আরা বেগম,লায়লা বেগম,কুলছুমা বেগম,সুফিয়া বেগম,জাসমিন বেগম,সজ্দুত রানী প্রমূখ। খেলা সকাল ১০ টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায় শেষ হয়।এতে কসকনকপুর ইউনিয়নের ১২ টি বিদ্যালয় অংশ গ্রহন করে এবং প্রতিটি খেলায় আলাদা আলাদা পুরষ্কার ছিল।