ফ্রেন্ডস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট’র সেমিফাইনাল সম্পন্ন, ফাইনাল বুধবার
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:০৩,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’র সেমিফাইনাল খেলা জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খেলায় চতুরঙ্গ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আটগ্রাম জালালাবাদ স্পোর্টিং ক্লাব ১-০গোলে বিজয়ী হয়। রোববার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার আয়োজক জবরুল হোসেন জানান আগামীকাল বুধবার বিকেল ৩টায় ঐ মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে লোকাল স্টার জকিগঞ্জ বনাম আটগ্রাম জালালাবাদ স্পোর্টিং ক্লাব। খেলায় প্রথম পুরস্কার রয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি, দ্বিতীয় পুরস্কার রয়েছে জার্সিসেট।