বিদায়ী মেয়রের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নব-নির্বাচিত মেয়র
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪৩,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন দায়িত্বগ্রহণ করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পৌর পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী মেয়র আব্দুল মালেক ফারুক। তিনি বক্তব্যে বলেন নির্বাচিত না হলেও জনগণের পাশে থাকবো। ভূল-ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে বলেন পৌরবাসীর যে কোনো প্রয়োজনে নিজেকে সমর্পণ করবেন।
পৌরসভার প্রধান সহকারি মো: মনিরুজ্জামানের পরিচালনায় শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন শাহজাহান আহমদ সাজু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।স্বাগত বক্তব্য দেন নব-নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন। তিনি বক্তব্যে বলেন পৌরবাসীর কাংখিত ও প্রত্যাশিত উন্নয়নে আমার সার্বিক চেষ্টা থাকবে। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন অগ্রাধিকার ভিত্তিতে পৌরশহরসহ ওয়ার্ডের সমস্যা গুলো সমাধানে সকলকে নিয়ে বাস্তবায়ন করবো।
কাউন্সিলরদের পক্ষে বক্তব্য দেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তকীম হায়দর, সাজনা সুলতানা হক চৌধুরী, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, প্রবীণ সাবেক ইউপি সদস্য মো: আব্দুল নূর, পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোস্তুফা আহমদ কামান্ডার, সাইফুর রহমান, এম এ জি বাবর, আব্দুল আহাদ, বিশিষ্ট সাংবাদিক মো: আল মামুন, ওয়ার্ড কাউন্সিলর গণ যথাক্রমে আব্দুল জলিল, মাসুকআহমদ চৌধুরী, রিপন আহমদ, মো: কামরুজ্জামান, সাহাব উদ্দিন শাকিল, দেলোয়ার হোসেন নজরুল, আছদ্দর আলী, শামীম আহমদ ও আতাউর রহমান আতাই প্রমূখ। নব-নির্বাচিত মেয়র ও বিদায়ী মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।