গোলাপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮:০৪:৫৩,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৫০ বার পঠিত
বুধবার বিকেল সাড়ে ৪টায় গোলাপগঞ্জ উপজেলা সদরস্থ চৌমুহণীতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল ওয়াদুদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিনিয়র সহ সভাপতি ফজলুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা ইকবাল হোসাইন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হানিফ আলী, সাবেক আনসার বিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, দৈনিক আমার দেশ ও দৈনিক জালালাবাদ গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শহিদুর রহমান সুহেদ, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি এনামুল হক এনাম, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রুমন, দৈনিক সমকাল প্রতিনিধি রতন মনি চন্দ, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম দন্তগীর খাঁন ছামিন, উপজেলা ভূমি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন আহমদ ছানু মিয়া, সমাজসেবী ছালিক আহমদ, দৈনিক হলি সিলেটের নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আলমগীর হোসেন রুহেল, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক সিলেট বানী প্রতিনিধি জাহেদুর রহমান, সাংবাদিক ও শিক্ষক আজিজ খাঁন, সাপ্তাহিক দেশ প্রান্তের প্রতিনিধি আব্বাছ উদ্দিন, সুরমা টাইমসের গোলাপগঞ্জ প্রতিনিধি কেএম আব্দুল্লাহ, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি সেলিম হাসান কাওছার প্রমূখ।
উল্লেখ যে, গত সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ চৌমুহনীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক যুগভেরী’র গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এতে তার বাম হাতের দুটি স্থানে হাড় ভেঙ্গে যায়।