লোকাল খেলোয়াড় নিয়ে জকিগঞ্জ লোকাল স্টারের চমক
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৩৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দারুন ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করলো জকিগঞ্জ পৌরসভা লোকাল স্টার। যদিও ট্রাইবেকারে রানার্সআপ হয়েছে তারা। দর্শকদের অভিমত, লোকাল স্টার লোকাল খেলোয়াড় দিয়ে চমক দেখিয়েছে। অপর দিকে চ্যাম্পিয়ন হয় আটগ্রাম জালালাবাদ ক্লাব। ১১জন খেলোয়াড়ের মধ্যে প্রায় সকলেই উপজেলার বাইরে থেকে বাছাই করে আনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উভয় পক্ষ ভালো ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। সেমিফাইনাল খেলায় চতুরঙ্গ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আটগ্রাম জালালাবাদ স্পোর্টিং ক্লাব ১-০গোলে বিজয়ী হয়।
খেলায় প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি, দ্বিতীয় পুরস্কার জার্সিসেট। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ লোকমান উদ্দিন চৌধুরী। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক, ক্রীড়া সংগঠক। খেলার আয়োজক জবরুল হোসেন জানান খেলা সুষ্ঠ ও সু-শৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।