৬৫শিক্ষার্থীকে মুমিনপুর লতিফিয়া পরিষদের পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:২৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত লতিফিয়া যুব কল্যাণ পরিষদ মুমিনপুর’র উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় মুমিনপুর এফআইবিডিবি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মো: ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে ও লতিফিয়া যুব কল্যাণ সমাজসেবা পরিষদের সভাপতি ও উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক কবির আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও আনজুমানে আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান।
বক্তব্য দেন রাইজিংসান কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো: বেলাল হোসাইন, আল মদিনা একাডেমীর অধ্যক্ষ শাহীন আহমদ, ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুস ছবুর তাপাদার, ইউনিয় শ্রমীকলীগের সভাপতি ফজলুর রহমান রাসেল, সিলেট বানী প্রতিনিধি আল হাসিব, পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামিল আহমদ, অর্থ সম্পাদক মো: আল আমিন, নাজির আহমদ, হিমেল আহমদ, আল জুবায়ের, ইয়াসিন আলী, সাজ্জাদুর রহমান, রাজু আহমদ, সুহেল আহমদ শিহাব প্রমূখ।
অনুষ্ঠানে হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ, ফাজিল সিনিয়র মাদ্রাসা, সরকারি কলেজ, সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, আলোরমেলা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সাজ্জাদমজুমদার বিদ্যানিকেতন, গার্লস হাইস্কুল, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, থানাবাজার দাখিল মাদ্রাসা, রাইজিংসান কিন্ডার গার্টেন, আল মদিনা একাডেমী,ভরণ সুলতানপুর হাফিজিয়া ও মহিলা মাদ্রাসাসহ মোট ২৬টি প্রতিষ্ঠানের প্রায় ৩শ ৭৫জন শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী হয়েছে হয়েছে প্রথম বিভাগে ৫৬, দ্বিতীয় বিভাগে ৯জন। লতিফিয়া যুব কল্যাণ সমাজসেবা পরিষদ মুমিনপুর, থানাবাজার’র পক্ষ থেকে সনদপত্র, ক্রেস্ট, কলম প্রত্যেক বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।