এমপির উদ্বোধনের দেড়মাস পর নতুন ইউপি ভবনে কাজ শুরু চেয়ারম্যানের
প্রকাশিত হয়েছে : ৫:১০:২৯,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৪১১ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জের ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনে অফিসিয়াল কার্যক্রম শুরু- ইউনিয়ন কমপ্লেক্স কাজ শেষ হওয়ার প্রায় দেড় বৎসর পর গত ২ জানুয়ারী ইউনিয়ন পরিষদের উদ্বোধন করেন জকিগ্জ কানাইঘাটের সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন। আর এর প্রায় দেড় মাস পর আজ থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করেন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর। গতকাল বুধবার দুপুর ১২টায় মিষ্টি বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
ইউনিয়ন সচিব মো:আব্দুস সাত্তার, প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়াড মেম্বার সামসুল হক,২নং ওয়াড মেম্বার কয়েছ আহমদ, ৫নং ওয়াড মেম্বার জয়নাল আবেদিন, ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন,সামসুল হক চৌ,ইসলাম উদ্দিন,আব্দুল মানিক,আব্দুছ ছবুর,সংরক্ষিত মহিলা মেম্বার শিপারানী বিশ্বাস,হোসনা বেগম,হারুন্নেছা সহ উপস্তিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।