আল্লামা রায়পুরী ও সাবেক এমপি উজিরপুরী র. স্মরণ সভা ৪মার্চ
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৫০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৬১৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত বুজুর্গ মাওলানা মুহাম্মদ আলী পীর ছাহেব রায়পুরী র. ও সাবেক এমপি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল হক উজিরপুরী র. স্মরণ সভা ও দোয়া মাহফিল হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জকিগঞ্জের ঈদগাহ বাজার সংলগ্ন মাঠে ৪মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।