ইছামতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুছ ছামাদ চৌঃ নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৪১,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জস্থ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুছ ছামাদ চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের উপস্থিতিতে এক সাধারণ সভায় নব নির্বাচিত শিক্ষক ও অভিভাবক সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তিনি। গত ৪ফেব্রুয়ারি পেরিত এক অনুমোদন পত্রে ১০ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
নব নির্বাচিত কমিটিতে রয়েছেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ কামাল হোসেন, সজল কুমার দত্ত পুরকায়স্ত, সংরক্ষিত মহিলা সদস্য বন্দনা রানী দেব, সাধারণ আভিভাবক সদস্য আব্দুল মুনিম, ময়নুল ইসলাম চৌধুরী, মোঃ মোতাহির আলী, জয়নাল উদ্দিন, সংরক্ষিত মহিলা আভিভাবক সদস্য ফরিদা বেগম ও পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন।
এদিকে গত ১০ ফেব্রুয়ারি গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির প্রথম সভায় এক জন শিক্ষানুরাগী হিসেবে আব্দুল কাদিরকে নির্বাচিত করা হয়।