জকিগঞ্জে ট্রান্সপোর্ট এন্ড সাপ্লাইয়ার্স ও ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান সমিতির অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:০৯:২৪,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ ট্রান্সপোর্ট এন্ড সাপ্লাইয়ার্স ও জকিগঞ্জ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক সমিতির অফিস জকিগঞ্জ পৌরশহরে শুক্রবার বেলা আড়াইটায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সহিদ ছইয়া। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক সমিতির প্রচার সম্পাদক মানিক মিয়া। প্রধান বক্তার বক্তব্য দেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য এ উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সম্পাদক খছরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কোষাধ্যক্ষ রুবেল আহমদ, উপ-কমিটির সদস্য বেবুল আহমদ, আব্দুল আজিম, আক্তার হোসেন, জালাল আহমদ, রশিদ আহমদ, আরিফ আহমদ, সেলিম আহমদ, শিমুল আহমদ, শাহেল আহমদ, জাকারিয়া আহমদ, কবির আহমদ, এনাম আহমদ, মখলিছ আহমদ, সুহেল আহমদ ও নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠকগণ প্রমূখ।
বক্তারা বলেন জকিগঞ্জ ট্রান্সপোর্ট এন্ড সাপ্লাইয়ার্স এবং জকিগঞ্জ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক সমিতি ঐক্যের প্রতীক। শ্রমিকদের ন্যায্য অধিকার সংশ্লিষ্টদের দিতে হবে। আর দাবি গুলো আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে সবাইকে শরীক হতে হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণ ও সহযোগিতায় পরস্পর পরস্পরের প্রতি আরো এগিয়ে যাবেন এমনটাই প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংগঠনের পক্ষ থেকে সকলের মধ্যে দুপুরের খাবার ও মিষ্টি পরিবেশন করা হয়।