জকিগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন
প্রকাশিত হয়েছে : ১:৪১:০৯,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। রাত ১২টা ১মিনিটে শত শত মানুষ পৌরশহরস্থ শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভা পরিষদের পক্ষে মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাকীম হায়দর, থানা প্রশাসনের পক্ষে ওসি (তদন্ত) শওকত হোসেন, আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমা বেগম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর যুবলীগের সভাপতি আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক মো: আজমল হোসেন প্রমূখ সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। ধারাভাষ্য ও সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ জি বাবর।