সোশ্যাল ক্লাবে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খলাদাপনিয়া ক্রিকেট একাদশ
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২২,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৭০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ সোশ্যাল ক্লাব জকিগঞ্জ উপজেলা শাখা কতৃক আয়োজিত গত বছরের অসমাপ্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার কালিগঞ্জ বাজার পূর্ব মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় খলাদাপনিয়া ক্রিকেট একাদশ। রানার্সাপ হয় সাদির খাল রয়েল।
ফাইনাল খেলায় সোশ্যাল ক্লাব জকিগঞ্জ শাখার সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে শাহিন আহমদ ও আনোয়ার হোসেন ডালিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটীর সাধারণ সম্পাদক মনুর উদ্দিন চৌধুরী, কসকনকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই, শ্রী সজল কুমার বর্ম্মণ, সীমান্তিকের মহা সচিব আব্দুল কুদ্দুছ, জকিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ বার্তা টুয়েন্টি ফোর ডট কমের প্রকাশক আলম উদ্দিন, কাজলসার ইউনিয়নের সম্ভাব্য চেয়াম্যান আব্দুল গফুর, মানিকপুর ইউপি ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ অর্জন করেন খলাদাপনিয়া ক্রিকেট একাদশের মনির উদ্দিন চৌধুরী।