জকিগঞ্জে সপ্তাহ ব্যাপি বই মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২:০৩:৪৯,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অমর একুশের চেতনায় জকিগঞ্জে সপ্তাহ ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় পৌরশহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামসহ অতিথিবৃন্দ। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলায় ১৪টি স্টল অংশ নেয়।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল আহাদ। সংগঠক ও সংবাদকর্মী এম কে আই ডালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আকরাম আলী, মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ওসি (তদন্ত) মো: শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিলাল আহমদ, রাজনীতিক এম এ জি বাবর, আব্দুস ছালাম, প্রভাষক আল মামুন, সাংবাদিক এনামুল হক মুন্না, সংগঠক মুহাম্মদ উল্লাহ বুলবুল, মুছলেহ উদ্দিন সুহেল, আল ইহসান একাডেমীর প্রিন্সিপাল বুরহান উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন।