জকিগঞ্জে অবৈধ লটারি, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, ব্যবস্থা নেবে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:১৮,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৫৩৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ৪০-৫০টি রিকসা ও টমটম দিয়ে র্যাফেল ড্র এর টিকিট বিক্রি চলছে জকিগঞ্জ পৌরশহরসহ বিভিন্ন বাজারে। আর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতিটি টিকিটের মূল্য ২০টাকা। একজন ব্যক্তি একাধিক টিকিট ক্রয় করছেন। ক্রেতা একজন বলেন ২০টি টিকিট কিনে লটারিতে অংশ নিলেও একটি পুরস্কার মেলেনি। তিরাশী গ্রামে নৌকা পূজাকে কেন্দ্র করে এ র্যাফেল ড্র মেলা চলছে বলে জানান স্থানীয়রা। র্যাফেল ড্র টিকিট বিক্রি এবং ড্র এসব পরিচালনায় বাহিরের লোকজন থাকলেও নিয়ন্ত্রণ করছে এলাকার প্রভাবশালীরা। তারা মাতব্ববর ও সংশ্লিষ্ট বিভাগের লোকদের ম্যানেজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জকিগঞ্জ পৌরশহরে রিকসা দিয়ে লটারি বিক্রেতা শামীম জকিগঞ্জ বার্তাকে বলেন মোটরসাইকেল, বাইসাইকেলসহ ২০টি পুরস্কার রয়েছে। ২০টাকা টিকিটের বিনিময়ে যে কেউ লটারিতে অংশ নিতে পারেন। এই লটারি তার ভাগ্য খুলে দিতে পারে।
নৌকা পূজার আয়োজক বিশ্ববান বিশ্বাস জকিগঞ্জ বার্তাকে বলেন নৌকা পূজা শেষ। কিছু মানুষ লটারিতে অংশ নিচ্ছেন, আনন্দ ফুর্তির জন্য। অবশ্য লটারিতে তিনি নিজে জড়িত বলে জানা গেছে। ওসি (তদন্ত) মো: শওকত হোসেন জকিগঞ্জ বার্তাকে বলেন বিষয়টি আমার জানা নেই। এখনই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তাকে বলেন পুলিশ ধরে এনে দিলে তাদেরকে জেল দেওয়া হবে। অবধৈ লটারি এটা মোটেই ঠিক নয়।