বারহালে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৪৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৭৩ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের সম্মুখে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বারহালের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রাত ১২.০১ মিনিটি বারহাল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সাইফুর রহমান, বেলাল আহমদ, ইউ/পি সন্তান কমান্ডের সহ-সভাপতি শিবলু আহমদ।
বারহাল ইউনিয়ন পরিষদের পক্ষে, চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সদস্য ছালিক আহমদ, সুমন আহমদ চৌধুরী, আব্দুল আহাদ কয়েল,আতাউর রহমান আতাই,আলেক উদ্দিন।
বারহাল আওয়ামিলীগ ও অঙ্গসংগঠননের পক্ষে ইউ/পি আওয়ামিলীগের সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন পুতুল, আওয়ামিলীগ নেতা মাষ্টার এখলাছুর রহমান শিকদার, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি গৌছ উদ্দিন, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লেইছুল হক দুলাল, ইউ/পি আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টুকু, ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মজনু মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মিছবাহ আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন, বারহাল ইউ/পি ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ রুমেল, জাহেদ আহমদ, ইউ/পি সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, ইউ/পি আওয়ামীলীগ সদস্য আকবর হোসেন, আওয়ামীলিগ নেতা শাহ আলম, শ্রমিকলীগ সদস্য ইব্রাহীম আলী,ইউ/পি ছাত্রলীগ নেতা হাসান আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে,ইউ/পি বিএনপির সাধারন সম্পাদক ছালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হক খান, সহসভাপতি জালাল আহমদ চৌধুরী, ইউ/পি সাবেক ছাত্রদল সভাপতি বুরহান উদ্দিন রনি, বিএনপি নেতা তাজুল ইসলাম স্বপন, যুবদল নেতা তাজুল ইসলাম তাজ, সাবেক ছাত্রদল সহ-সভাপতি জুনেদ আহমদ খান, সদস্য মামুন আহমদ, বিএনপি নেতা আলাব উদ্দিন আলাব।
শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন চৌধুরী শহীদ মিনারের উদ্যোক্তা চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বারহালের মধ্যে একটি শহীদ মিনার নির্মাণ করে বারহাল সর্বস্থরের মানুষের এক ভ্রাতৃত্ব বন্ধনের সুযোগ করে দিয়েছেন। জনাব ফরিদ উদ্দিন বলেন, আমরা প্রমান করেছি, বারহালের মানুষ যার যার ইচ্ছা মত দল করবে কিন্তু বারহালের উন্নয়নের জন্য সবাই হাতে হাত রেখে কাজ করে যাব। সমাপনি বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, আমি জনগনের খাদিম আর এই দেশ বীর মুক্তিযোদ্ধাদের যারা দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনেক দিনের স্বপ্ন ছিল বারহাল ইউনিয়ন পরিষদে একটি শহীদ মিনার নির্মান করা। আপনাদের দোয়ায় আমি করতে পেরেছি। আজ যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ মনে হয় যুদ্ধের সময় আমিও যদি উপযুক্ত যুবক হতাম তাহলে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হতাম,পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সমাপ্ত করেন।
এসময় বক্তব্য রাখেন,ইউ/পি আওয়ামিলীগের সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, ইউ/পি সদস্য সুমন আহমদ চৌধুরী, বিএনপি নেতা তাজুল ইসলাম স্বপন, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান।