জকিগঞ্জ বার্তায় লটারির নিউজ প্রকাশের পর পুুলিশের অভিযান, অত:পর
প্রকাশিত হয়েছে : ১২:২১:৩৪,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৫৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: তিরাশী গ্রামে র্যাফেল ড্র এর নামে জকিগঞ্জ পৌরশহরসহ বিভিন্ন বাজারে টমটম, রিকসা দিয়ে দেদারসে টিকিট বিক্রি করছে একটি চক্র। রোববার বিকেলে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে নিউজটি প্রকাশিত হলে প্রশাসন কিছুটা পদক্ষেপ নেয়। থানার ওসি (তদন্ত) মো: শওকত হোসেন টিকিট বিক্রেতাদের ধরতে পৌরশহরে পুলিশ পাঠান। পুলিশও ধরতে অভিযান চালায়। কিন্তু কাউকে ধরতে পারেনি পুলিশ। যদিও অভিযানের আগে টিকিট বিক্রেতারা শহরে টিকিট বিক্রি করছিল। ওসি বলেন আমি (এ প্রতিবেদককে) আপনাকে কথা দেয়া মাত্র ফোর্স পাঠাই। কিন্তু তাদের ধরা যায়নি। বলেন কোন বখরা (ঘুষ) আমি খাই না। র্যাফেল ড্র এর বিষয়ে আমার বিস্তারীত জানা ছিল না। এখন আরো তৎপর থাকবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন জকিগঞ্জ বার্তাকে জানান আগামীকাল অর্থাৎ সোমবার এদের ধরার চেষ্টা করবো। কেনো তারা লটারির নামে এসব করছে, তা আমার বোধগম্য নয়।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, নৌকা পূজা উপলক্ষ্যে র্যাফেল ড্র এর টিকিট বিক্রি করছে একটি চক্র। টিকিট, লটারি ড্র বাহিরের লোকজন অর্থাৎ সিলেটের বাহিরের, তারাই পরিচালনা করছে। তবে নিয়ন্ত্রণ করছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। আর লটারি ড্র নিরাপদে ও নির্বিঘ্নে চালাতে এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে ম্যানেজ করা হয়েছে। ম্যানেজ হওয়াতে সংশ্লিষ্ট বিষয়ে কেউ মুখ খুলে কথা বলা, লিখা বা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ প্রতিবেদককেও ম্যানেজের চেষ্টা করে ব্যর্থ হয়। এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে প্রতিটি টিকিটের দাম ২০টাকা করে, একেকজন একাধিক টিকিট কিনছে। এতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে লটারি ড্র এর নামে চক্রটি।