মাতৃভাষা দিবস উপলক্ষে বারহাল নতুন কুড়ি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২:২৩:১৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০১২ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলা বারহাল ইউনিয়নের শাহগলী বাস স্ট্যান্ড টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বারহাল নতুন কুড়ি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী খেলা। গতকাল চারটি দলের খেলা সম্পন্ন করা হলে ১ম দুইটি দল মা স্পোর্টিং ক্লাব শেওলা বনাম ফুটন্ত স্পোর্টিং ক্লাব কোনাগ্রাম মধ্যকার খেলায় মা স্পোর্টিং ক্লাব শেওলা জয় লাভ করে। ২য় খেলা ১১ বন্ধু খিলগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব চক-বুরহান পুর মধ্যকার খেলায় ১১ বন্ধু খিলগ্রাম জয় লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী শাহজান উদ্দিন, ৪নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী উজ্জ্বল আহমদ,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান।
উপস্থিত ছিলেন,রাজনীতিবিদ আস্তাক আহমদ চৌধুরী, ইউ/পি আওয়ামীলিগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, খেলা পরিচালনা কমিটির সদস্য জাবু আহমদ, খালেদ আহমদ, হাসান আহমদ, দুলাল আহমদ, আলম আহমদ, রুবেল আহমদ, আরিফ আহমদ পাশা,মনাফ আহমদ,কাওসার আহমদ, সুভন মল্লিক,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকে তনের সহকারী শিক্ষক নির্মল দাস ও জাকিরুল ইসলাম প্রমূখ।
খেলার রেফারির দায়িত্বে পালন করেন, আব্দুস সুফান সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও খালেদ আহমদ। ধারাবিবরণীতে ছিলেন হাসান আহমদ।