কালিগঞ্জ বাজারে পুলিশ ফাড়ি হবে, সংবর্ধনায় বললেন হুইপ সেলিম উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ৯:২৮:১৭,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৮৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিপুল আয়োজনে পররাস্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংসদের বিরোধী দলীয় হুইপ, জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা ও নিজস্ব অফিস উদ্বোধন করলো জকিগঞ্জের কালিগঞ্জ সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকেলে কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মুজিবুর রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন জসিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। তিনি বক্তব্যে বলেন জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নই হচ্ছে আমার মূল কাজ। মানুষের সুখ-দু:খের অংশীদার হয়ে আমৃত্যু কাজ করতে চাই। বিগত দু’বছরের তার দেয়া নানা উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন প্রতিটি সরকার বা সংসদ সদস্য কাজ করেছেন, কিন্তু বর্তমান সরকার বিদ্যুতের বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অন্যান্য সেক্টরেও ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। বলেন আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক। তাদের পাশে থেকে ভালোবাসা নেবো। মরনের পরে আমার জন্য দোয়া করবেন। আমাকে ভালো বলবেন, সেটাই আমার জীবনের বড় পাওনা। বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি বলেন কালিগঞ্জ বাজারে পুলিশ ফাড়ি স্থাপন করা হবে। এ জন্য স্বরাস্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো। বাজারের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে। তবে দাবি গুলো পেতে অপেক্ষা করতে হবে। শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে পুলিশী হয়রানী প্রসঙ্গে বলেন পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারি। যেভাবে ইচ্ছা সেভাবেই আচরণ করবেন না। মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন। নইলে আপনাদেরকে প্রতিরোধ করবেন জনগণ। এ দেশে সকলেই সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। তাই দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ কামনা করেন তিনি। তিনি শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও জাপা, আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
বক্তব্য দেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বসির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগ নেতা ও শ্রমিক নেতা জাকারিয়া আহমদ। জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাপা নেতা নোমান উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন, বাবুল আহমদ, শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সহ-সভাপতি এনাম আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক বাবুল আহমদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য আব্দুল কুদ্দুস, ফয়ছল আহমদ, মাশুক আহমদ, ইলিয়াস আলী, ছলু মিয়া, রাহেল আহমদ, নূরুল ইসলাম, আনোয়ার হোসেন ডালিম, সাহাব উদ্দিন, খলিল উদ্দিন, আব্দুল মন্নান, উপজেলা যুব সংহতি সদস্য সচিব তাজুল ইসলাম, ছাত্র সমাজ নেতা রুহুল আমিন প্রমূখ।