ব্যতিক্রমী আয়োজনে আলোর দিশারী সংস্থার ক্রিকেট ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:২৯:৫৮,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হাড়ি ভাঙ্গা, মুরগের লড়াই, হংস শিকার, স্মৃতি পরীক্ষাসহ এমন মজার খেলা হারিয়ে যেতে বসেছে। সেই গ্রামীণ খেলার ব্যতিক্রমী আয়োজন করে আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা। মহান ভাষা দিবস উপলক্ষ্যে এওলাসার গ্রাম সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় ছিলো ক্রিকেট টুর্নামেন্টও।
ক্রিকেটে ডগির দিঘী সুপার স্টারসকে হারিয়ে ডিপিএল (দিশারী প্রিমিয়ার লীগ) চ্যাম্পিয়ন হয় ইছামতি কিংস। বিকেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক লোকমান উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কবি বাছিত ইবনে হাবিব, অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, সাজনা সুলতানা হক চৌধুরী, কবি সিদ্দিক আহমদ ও মওদুদ চৌধুরী প্রমূখ।