সহিদাবাদ স্পোর্টিং ক্লাবের টি টেন ক্রিকেট টুর্নামেন্ট শনিবার
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৩০,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯২০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে সহিদাবাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ২৭ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। খেলায় প্রথম পুরস্কার রয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি, দ্বিতীয় পুরস্কার ১৪ইঞ্চি সাদাকালো টিভি। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার রয়েছে। খেলার এন্ট্রি ফি জমা দেয়ার স্থান শরীফ টেলিকম, বাবুর বাজার এবং সহিদাবাদ স্পোর্টিং ক্লাব শরীফগঞ্জ বাজার (পশ্চিম পার্শ্বে)। এন্ট্রি ফি ৩০০টাকা। প্রয়োজনে ফরহাদ, জামিল ও তাহের মোবাইল নং-০১৭৩২-৭৩৪২৬৫, ০১৭৪৬-৭৩২৫১২, ০১৬২৫-৯৪৮১১৪।
খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আব্দুস ছুবহান, রুপালি ব্যাংক বাবুর বাজার শাখার ব্যবস্থাপক আতাউর রহমান, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস একাডেমীর পরিচালক ডা. মোস্তাক আহমদ মছনু ও মো: ফয়জুর রহমান।