হেলিকপ্টারে করে সিরাতুন্নবী (সা) সম্মেলনে সায়্যিদ আরশাদ মাদানী
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৩২,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আওলাদে রাসুল (সা), আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দ ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী হেলিকপ্টার যোগে সিরাতুন্নবী (সা) মহা-সম্মেলনে আসেন। বয়ান শেষ করে ফের ঐ হেলিকপ্টারে রওয়ানা দেন তিনি। শুক্রবার শায়খুল হিন্দ গাছ বাড়ি পরিষদের উদ্যোগে কানাইঘাটের গাছ বাড়ি সীমাবাজার সংলগ্ন মাঠে সিরাতুন্নবী (সা) সম্মেলনে প্রধান মেহমানের বয়ান পেশ করেন তিনি। সভাপতিত্ব করেন খলিফায়ে মদনী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমাম বাড়ি।