মাইজকান্দিতে তাফসির মাহফিল আজ; প্রধান মেহমান বড়ভূইয়া ভারত
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:১৭,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি ইসলামী যুব সংস্থার তাফসির মাহফিল আগামী ২৭ফেব্রুয়ারি আজশনিবার দুপুর ১২টা হইতে মধ্য রাত পর্যন্ত গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুকদ্দাস আলী ও হযরত মাওলানা আব্দুল গফফার পীর ছাহেব রায়পুরী।
প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন উত্তর–পূর্ব ভারতের আমীরে শরীয়ত, প্রখ্যাত আলেম আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া ছাহেব। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন আল্লামা মুফতি আব্দুল বাছিত ক্বাসিমী ভারত, আল্লামা আনোয়ার হোসাইন চিশতী নরসিংদী, হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান, হাফেজ মাওলানা নজমদ্দীন ক্বাসেমী, মাওলানা শাহিদুর রহমান মাহমুদাবাদী, ক্বারী মাওলানা মুখতার হোসাইন।