সপ্তাহ ব্যাপি প্রাণের বই মেলা শেষ হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৪৯,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রাণের বই মেলা শেষ হচ্ছে আজ। সপ্তাহব্যাপি বই মেলা গত ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুরু হয়েছিল। প্রতিদিন বই প্রেমিদের ভির, সন্ধ্যায় কবিতার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে আরো সমৃদ্ধ করে তুলেছে। সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের জমায়েত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে। ১৪টি স্টল নিয়ে শুরু হওয়া এবারের বই মেলা অতীতের চেয়ে কিছুটা জমজমাট ছিল। আগামীতে আরো প্রচার প্রসারের মাধ্যমে মেলা আয়োজন করা হলে মেলা আরো জমে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।
কবি সিদ্দিকের ‘চাদের শহর’, কবি আব্দুল ফাত্তাহ’র ‘সৃষ্টির জয়োল্লাসে নিজেকে রাঙ্গাই’, কবি মিছবাহ আজাদের ‘সবুজ জলের ঢেউ’ ও কবি সৈয়দ আসলাম হোসেনের ‘রান্ধা ভূলে কষ্ট’ বই মেলায় প্রকাশিত হয়েছে। একই সাথে জকিগঞ্জের চার লেখকের চারটি বই প্রকাশিত হওয়াতে পাঠকেরা সাধুবাদ জানিয়েছেন লেখকদের।