জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি: খায়ের সভাপতি, শ্রীকান্ত সাধারণ সম্পাদক, মুন্না কোষাধ্যক্ষ
প্রকাশিত হয়েছে : ৯:১৮:১০,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯১১ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবুল খায়ের চৌধুরী (শ্যামল সিলেট) সভাপতি, শ্রীকান্ত পাল (সমকাল) কে সাধারণ সম্পাদক ও এনামুল হক মুন্না (জকিগঞ্জ বার্তা) কে কোষাধ্যক্ষ ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বদরুল হক খসরু (ইনকিলাব), এখলাছুর রহমান (আমারদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী (জকিগঞ্জ সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ (নয়াদিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরশেদ আলম লস্কর (জকিগঞ্জ-কানাইঘাটের ডাক), অফিস ও পাঠাগার সম্পাদক কে.এম মামুন (কাজির বাজার), নির্বাহী সদস্য এম.এ. মালেক চৌধুরী (ফ্রিল্যান্স), এম. আব্দুল্লাহ আল মামুন (কালের কন্ঠ), আব্দুল খালিক তাপাদার (ফ্রিল্যান্স) । সকালে এমএ মালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনা টিভির চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, প্রেসক্লাবের আজীবন সদস্য লন্ডন প্রবাসী ফরিদ উদ্দিন, প্রবাসী আনোয়ার হোসেন খান, ড. ইকবাল ছদিওল, প্রেসক্লাব সদস্য ইউনুস আলী, মাছুম আহমদ খান, আশরাফ আহমদ আরিফ প্রমূখ।