হেলিকপ্টারে ঢাকা থেকে ভ্যালি বোর্ডিং স্কুল পরিদর্শনে হাফিজ মজুমদার
প্রকাশিত হয়েছে : ১:২৪:৫৯,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৮৯৩ বার পঠিত
সংবাদ দাতা: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে প্রায় দুইশত একর জমির উপর একশত কোটি টাকা ব্যায়ে বাংলাদেশে প্রথম প্রতিষ্টিত হতে যাচ্ছে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল নামে একটি বেসরকারি কেডেট কলেজের আদলে একটি শিক্ষা প্রতিষ্টান। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের অন্যতম পূবালী ব্যাংক ও , রেডক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ হাফিজ আহমদ মজুমদার, স্কয়ার গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান তপন চৌধূরী, হামিন গ্রুফের চেয়ারম্যান একে আজাদ, এম ইয়াকুব কবির,রানা মজুমদার, রুনা মজুমদার নব নির্মিত নির্মাণাধীনি ভবন পরিদর্শনে শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে আসেন ।
নব নির্মিতব্য জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল পরিদর্শনের সময় পরিচালক বৃন্দ ও অন্নান্য ব্যাক্তিবর্গ উপস্থিতি ছিলেন যথাক্রমে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের চেয়ারম্যান, রেডক্রিসেন্ট ও পূবালি ব্যাঙ্ক এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ আহমদ মজুমদার, স্কয়ার গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও পরিচালক শিল্পপতি তপন চৌধূরী , শাহজালাল ব্যাঙ্ক ও হামিন গ্রুফের চেয়ারম্যান শিল্পপতি একে আজাদ, শিল্পপতি ছাফওয়ান চৌধূরী, পূবালী ব্যাংক ও প্রতিষ্ঠানের পরিচালক শিল্প পতি এম ইয়াকুব কবির,স্কলার্স হোমসে একাডেমিক চেয়ারম্যান ড, কবির এইচ চৌধূরী,হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব আলহাজ লোকমান উদ্দিন চৌধূরী,শিল্পপতি প্রকৌশলী মোস্তাফা শাহরিয়ার চৌধূরী, আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশ, রানা মজুমদার, রুনা মজুমদার , জকিগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধূরী
লন্ডন কমিউনিটি লীডার বারহালের কৃতি সন্তান কাওছার চৌধূরী,প্রকৌশলী আলী আহমদ,আর্কিটেক্ট শ্রী পার্থ , স্কলার্স হোমসের প্রশাসনিক কর্মকর্তা ভানু লাল দাশ, জগলু আহমদ ।
পরিদর্শনকালে পরিচালক বৃন্দ কাজের গুনগত মান ও কাজের দ্রুততা ও গতির প্রতি সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নিদৃষ্ট সময়ে ক্লাস চালু করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন ।