উচ্ছ্বাস-আনন্দে জকিগঞ্জে বই মেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:৫৭:০৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উচ্ছ্বাস-আনন্দে সপ্তাহ ব্যাপি বই মেলা সম্পন্ন হয়েছে। উন্মুক্ত মঞ্চে কবি-লেখকদের আড্ডা, গান, নৃত্য, বক্তৃতার জমজমাট আসর বসতো। জমায়েত হতেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের বই মেলা জমেছিল। তবে স্টল মালিকরা বললেন গত বারের চেয়ে এবারে বই বিক্রি কম হয়েছে। কারণ হিসেবে তারা মনে করেন, খ্যাতিমান লেখকদের বইয়ের সংখ্যা ছিল খুবই নগন্য। তবে স্থানীয় চার কবির চারটি বই অনেকটা বিক্রি হয়েছে। প্রতিদিন মেলায় আগত স্কুল, কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতি প্রাণবন্ত করে তুলেছে। সন্ধ্যায় ক্ষুদে শিল্পিদের নাচ সবার দারুন নজর কাড়ে। তাদের সাথে কিশোর হৃদয়, রাজু, মনি নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে।
শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পাঠ্যপুস্তক সমিতির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ উল্লাহ বুলবুল-কামরুল ইসলাম ডালিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহনা টিভির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, কুয়েত বাংলাদেশ চেম্বার অব কমার্স সমিতির সভাপতি আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবব্রত দাস, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ উদ্দিন মিঞা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট ফটো সংবাদিক এসোসিয়েশনের আতাউর রহমান আতা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব আহমদ, সাধারণ সম্পাদক দিলাল আহমদ, টাউন ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, শিক্ষক স্বপন, উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল ফাত্তাহ, থানা পুলিশের প্রতিনিধি এস আই মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রায় ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন।