জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে সিদ্দিকুর রহমান পাপলুর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১:১২:৪৮,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
জকিগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচিত জনাব আবুল খায়ের চৌধুরী (শ্যামল সিলেট) সভাপতি, শ্রীকান্ত পাল (সমকাল) কে সাধারণ সম্পাদক ও এনামুল হক মুন্না (জকিগঞ্জ বার্তা) কে কোষাধ্যক্ষ করে মোট ১৩ সদস্যের নতুন কমিটি কে অভীনন্দন জানান জকিগঞ্জের সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী, শাহপরান রয়েল সিটির পরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু।
অভিনন্দন বার্তায় তিনি যুক্ত করেন যে, জেলাশহর থেকে দূরবর্তী হলেও জকিগঞ্জকে আজ আর দূরবর্তী মনে হয়না। আমরা যারা জীবনের তাগীদে বা বিভিন্ন কারনে প্রবাসে বা জন্মস্হান জকিগঞ্জের বাহিরে যেখানেই থাকিনা কেনো আমরা প্রতিনিয়ত আমাদের জন্মস্হান জকিগঞ্জের খবরাখবর অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় পাচ্ছি। যা আমাদের আত্মার চাহিদা, আর তার খোরাক যুগিয়ে আমাদের নাড়ীর সাথে আমাদের বন্ধনকে অটুট রেখেছেন আপনাদের মতো প্রাণ চঞ্চল (জকিগঞ্জ প্রেসক্লাবের সাথে যুক্ত) প্রতিশ্রুতিশীল, উদ্দ্যমী সাংবাদিকেরা। যা মাত্র এক দশক আগেও প্রায় অভাবনীয় ছীল। আপনাদের এই সাহসী যাত্রাকে সাধুবাদ। আপনাদের প্রতিটি প্রভাত যেন হয় সত্য ও ন্যায়ের পথে। আপনাদের প্রতিটি লেখা যেন হয় বঞ্চিতদের অধীকারের জন্য আর নির্যাতিনকারিদের বিপক্ষে। যা আপনাদের সোনালী অতীতে বর্তমানে করে যাচ্ছেন এবং বিশ্বাস করি ভবিষ্যতেও করবেন। পরিশেষে মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য প্রর্থনা করি যে, নির্ভিক যাত্রায় যেন আপনারাই সফল হোন। আমিন। বিজ্ঞপ্তি