জকিগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জকিগঞ্জ লেখক পরিষদ’র অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৫২,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০২৩ বার পঠিত
সংবাদ দাতা; জকিগনজ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জকিগনজ লেখক পরিষদ নেতৃবৃন্দ। লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবদুল আউয়াল হেলাল, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল হাকীম , সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন হায়দার, সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রাহমান , সাধারণ সম্পাদক এজেএম শিহাব , যুগ্মসম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, সহ-সম্পাদক সেলিম আহমদ বিবৃতিতে বলেন, জকিগনজে কর্মরত প্রত্যেক সাংবাদিক নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ি জকিগনজের বিভিন্ন সমস্যা সমাধানে নিরপেক্ষ ভাবে কাজ করবেন বলে আমরা আশাবাদী।
বিশেষ করে ইতিহাসে চলমান ইতিহাসে উপেক্ষিত মহান ভাষা আন্দোলনের সূচনা পর্বে জকিগনজের কৃতি সন্তান সুসাহিত্যিক মতিন উদদীন আহমদ’র অবদান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তান্চল জকিগনজ এ দু’টি বিষয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সবাই সোচ্চার হবেন বলে আমরা আশাবাদী।