কালীগঞ্জ বাজার কমিটির সদস্য এনামুলকে আটক, প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১০:১৩:২৭,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক চৌধুরীকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা জকিগঞ্জ বার্তাকে জানান এনামুল হক চৌধুরী আমাদের অধিকার রক্ষার জন্য চেষ্টা করেছেন, তাই পুলিশ তাকে গত রাতে তাকে আটক করে। তাকে ছাড়া না হলে সড়ক অবরোধ নয় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
থানার অফিসার ইনচার্জ (ও্সি) মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তাকে জানান সিম রি রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এমন অভিযোগের তদন্তে পুলিশকে পাঠালে সত্যতা পেয়ে সিরাজ উদ্দিন নামে একজনকে আটক করে। এনামুল হক উস্কানি দিয়ে পুলিশকে পিটিয়ে সিরাজকে ছিনিয়ে নেয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। রাতে তার বাড়িতে পুলিশ ধরতে গেলে এনামুল হকের বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে শত শত লোকজন জমায়। কৌশলে তাদের বাড়ি থেকে নিরাপদে পুলিশ ফেরে। প্রতিবাদ করলে তো হবে না জানিয়ে বলেন তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা হবে। এখনো থানায় আটক রয়েছে বলে তিনি জানান।
মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান জানান বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি বিষয়টির নিষ্পত্তি হবে।