পুলিশকে মারধর মামলায় কালিগঞ্জ বাজার কমিটির সদস্য এনামুল কারাগারে
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:১৪,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালিগঞ্জ বাজার কমিটির সদস্য এনামুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ এসল্ট মামলায় আটক দেখিয়ে তাকে আজ সোমবার আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক শুনানী শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিম রি রেজিস্ট্রেশনে টাকা আদায়ের অভিযোগ তদন্তে গতকাল রোববার সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগের সত্যতা পেলে এ বি টেলিকমের সিরাজ উদ্দিনকে আটক করা হয়। সিরাজকে ছাড়িয়ে নিতে বাজার কমিটির সদস্য এনামুল হক চৌধুরী স্থানীয় জনতাকে উস্কে দেন। এতে পুলিশকে লাঞ্চিত করে আসামী ছিনিয়ে নেওয়া হয়েছে এমনটাই জানালেন ওসি মো: সফিকুর রহমান খান।
বলেন রাতে এনামুলকে বাড়িতে ধরতে গেলে ডাকাত ডাকাত বলে শত শত মানুষ জড়ো করেন। কোনোমতে পুলিশ সেখান থেকে নিরাপদে আসে। এএসআই মতিয়ার রহমান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে পুলিশ এসল্ট মামলা করা হয়েছে। মামলা নং-১৮ তাং-২৯-০২-১৫ইং।
বাজার কমিটির সেক্রেটারি মনুর উদ্দিন চৌধুরী মলু ও ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হানের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কমিটির আরেক সদস্য মঈন উদ্দিন জানান দুপুরে আমরা থানা প্রশাসনের সাথে বৈঠক করেছি। ওসি জানিয়েছেন যে, তাদের উপর হামলার ঘটনা উর্ধ্বতন পুলিশ অফিসারকে জানানোর পাশাপাশি পুলিশ এসল্ট মামলা রেকর্ড ও বিষয়টি সাংবাদিকরা জেনে গেছেন। তাই এনামুলকে ছাড়া যাবে না।