মনসুরপুর গ্রামে এমপির বরাদ্ধকৃত রাস্তার কাজ নিয়ে মতানৈক্য, কেজি স্কুলের সামনে থেকে কাজ শুরুর দাবি
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:০৬,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৪৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন কর্তৃক জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনসুরপুর গ্রামের ১নং রাস্তা পাকাকরণের জন্য ৫০০মিটার বরাদ্ধ হয়। সেই রাস্তার টেন্ডার অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে ঐ রাস্তার শেষ প্রান্থ। এ নিয়ে গ্রামে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে দরখাস্ত দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যদের।
দরখাস্তে উল্লেখ করেছেন, রাস্তাটি জন গুরুত্বপূর্ণ হওয়াতে দীর্ঘদিনের দাবি ছিল এলাকার সর্বস্থরের মানুষের। ফুলতলী কামিল মাদ্রাসা, ফুলতলী ইসলামিক কিন্ডার গার্টেন, ফুলতলী ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমী, আল ক্বোরআন মেমোরাইজিং সেন্টার, জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজ, মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা মনসুরপুর গ্রামের এ রাস্তা দিয়ে চলাচল করে। অবশেষে এ রাস্তার পাকাকরণের জন্য এমপি ৫০০মিটার নির্ধারণ করেন। গ্রামের ঐ ১নং রাস্তা অর্থাৎ কেজি স্কুলের সম্মুখ থেকে পাকাকরণের কাজ শুরু করতে ইতোমধ্যে সুপারিশ করেছেন স্থানীয় ফুলতলী কামিল মাদ্র্রাসার অধ্যক্ষসহ উপরেল্লিখত শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিগণ, এলাকার মুরব্বী-যুবক ও শিক্ষার্থীরা।অবিলম্বে টেন্ডারকৃত মনসুরপুর গ্রামের ১নং রাস্তার কাজ শুরু করতে জোর দাবি জানিয়েছেন এলাকার সর্বস্থরের মানুষ।