হাইলইসলামপুর বড় মসজিদে তাফসির মাহফিল ৭মার্চ
প্রকাশিত হয়েছে : ৭:৫০:১৪,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইলইসলামপুর বড় জামে মসজিদে ৭মার্চ সোমবার তাফসীরু ক্বোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শরু হয়ে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুক্বদ্দস আলী। প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মুফতি বশির আহমদ।
তাফসির পেশ করবেন হযরত মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা আবুল হাসান সাদী, হযরত মাওলানা মুফতি আবুল হাসান, হযরত মাওলানা শামসুদ্দিন, হযরত মাওলানা এমদাদুল্লাহ হবিগঞ্জী । আখেরী মোনাজাত করবেন হযরত মাওলানা আব্দুল আজিজ। সকলের উপস্থিতি কামনা করেছেন হাইলইসলামপুর মহল্লাবাসী।