জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান-বাস শ্রমিক সমঝোতা, ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৫৫,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫৩০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অবশেষে জকিগঞ্জ-সিলেট বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট বাস শ্রমিক সমিতির অফিসে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ ও বাস মালিক-শ্রমিকদের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। পরস্পর পরস্পরের প্রতি ভূল বুঝাবুঝি নিয়ে আলোচনা শেষে বিষয়টি নিষ্পত্তি হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রকিব, সিলেট-জকিগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মুহিম প্রমূখ।
প্রসঙ্গত: আজ সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত বাস চালক জুয়েলকে উপজেলা চেয়ারম্যান কর্তৃক মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শ্রমিক সমিতি।