সাংবাদিক ইফতেকার আহমদ খোকন লাইফ সাপোর্টে
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:২২,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ৯২৬ বার পঠিত
সাংবাদিক ইফতেখার আহমদ খোকন খুব বেশি অসুস্থ তিনি সিলেটের মাউন্ট এডোরা ক্লিনিকে লাইফ সাপোর্টে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার গ্রামের বাসিন্দা খোকন, তিনি সিলেট সংলাপ পত্রিকায় স্থানীয় প্রতিনিধি হিসাবে অনেক দিন কাজ করেছেন।
দীর্ঘ দিন থেকে শরীরে থাকা দুটো কিডনি বিলীন হয়ে গেছে। আর্থীক অস্বচ্ছলতার কারনে কিডনি স্থানাস্তরের কোন সুযোগ হয়নি। তাই ডায়ালোসিসের মাধ্যমে প্রায় বছর চারেক কেটে গেছে।
বর্তমানে তিনি জীবন মৃতু্্যর সন্ধিক্ষণে।
কিডনি ছাড়াও জীবন পরিচালনার জন্য শরীরে যে সব প্রয়োজনীয় কিছু থাকা চাই তার মধ্যে থেকে একাধিক কিছু বিলীন হয়ে গেছে। এখন তার রক্তের প্রয়োজন রক্তের গ্রুফ এবি পজেটিভ ।
জীবন মৃতু্্যর সন্ধিক্ষণে খোকনের জীবন , আছেন আর্থীক অভাবে । প্রয়োজন একটি সহায়তার, কারো সহানুভুতি পেলে খোকন আবার সুস্থ হয়ে উটতে পারে।