জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের ৩১সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির ২৩জনের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১০:১৬:০১,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫৫৩ বার পঠিত
জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের ৩১সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির ২৩জন পদত্যাগ করেছেন বলে লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। পদত্যাগকারিরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান, সহ-সভাপতি জুনেদ আহমদ, যুগ্ম সম্পাদক (১) ফজলে রাবিব সাদিক, সহ-সম্পাদক মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সহ-দপ্তর সম্পাদক মোক্তার আহমদ, প্রচার সম্পাদক আকমাম আহমদ, পাঠাগার সম্পাদক সৌরভ রায়, সহ-পাঠাগার সম্পাদক তাজেল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া সম্পাদক এজাজ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক শাহরিয়ার আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, সিনিয়র সদস্য মাহমুদ ই কিবরিয়া, সদস্য আব্দুল্লাহ, তামীম, কামিল, সুমন আহমদ ও অর্পন রায়।
তারা জানান, বিগত ১মার্চ জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটি গঠন করা হয়েছে, সে কমিটিতে ত্যাগী, আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করা হয়নি। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কিছু পদবীধারীরা কলেজ ক্যাম্পাসে তাদের সক্রিয় আন্দোলনে দেখা যায়নি। মূলত সংশ্লিষ্টরা স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করেছেন বলে পদত্যাগকারিরা জানান। নতুন করে কমিটি দিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বিজ্ঞপ্তি