নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠান সম্পূন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৪৫,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৬ | সংবাদটি ১২৬০ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৮নং নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল এগার ঘটিকার সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নহরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নিদন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুধাংস শেখর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী লুকু, ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস,সদস্য মশিউজ্জামান চৌধুরী শাহীন, সাবেক সভাপতি সাইফ উদ্দীন চৌধুরী, শাহগলী আদর্শ শিশু বিদ্যানকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, ইশতিয়াক আজিম চৌধুরী জনি, সোনাম উদ্দিন।