চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মনোনয়নে জকিগঞ্জ আওয়ামী লীগের ভোটগ্রহণ
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১৭,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৬ | সংবাদটি ২৫১৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ভোট গ্রহণ করেছে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান প্রতিটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি মিলে ২০জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তৃণমূলের মতামতকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে। আগামী ৮মার্চ চুড়ান্ত ফলাফল ঘোষণা আসতে পারে বলে তিনি জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান অত্যন্ত শান্তিপূর্ণভাবে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হচ্ছে। তবে জেলা কমিটির সিদ্ধান্ত ও সব শেষে কেন্দ্রের সিদ্ধান্তের উপর প্রার্থীতা নিশ্চিত হবে বলে তিনি জানান। দুপুর হতে উপজেলার বিভিন্ন প্রান্থ হতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মীদের নিয়ে সভাস্থলে উপস্থিত হন। উৎসব মুখর পরিবেশে সু-শৃংখলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে আজ বেলা আড়াইটায় পৌর শহরের আজিজিয়া সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, নাসির খান প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ মখলু মিয়া, জগলু চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, মাহফুজুর রহমানসহ অনেকেই।