জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৩১,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫৮৬ বার পঠিত
জকিগঞ্জ সরকারি কলেজে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় কলেজ ক্যাম্পাসে পৌর সভা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করে নব-গঠিত জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে পথ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ কমিটির সভাপতি মাহফুজ আহমদ রিফাতের সভাপতিত্বে ও সুলতান আহমদের পরিচালনায় বক্তব্য দেন আলিম আল হাসান, জুনেদ আহমদ, সমাপন বিশ্বাস, সুমন আহমদ, হোসাইন আহমদ, মক্তার আহমদ, আকমাম আহমদ, সাদিকুর রহমান, আবির আহমদ, খালেদ আহমদ, এজাজ আহমদ, শাহরিয়ার আহমদ, ইসমাইল আলী হোসেন, কামিল আহমদ, আব্দুস শহীদ, অর্পণ রায়। বক্তারা বলেন গত ১মার্চের গঠিত কলেজ কমিটি নিয়ে পদত্যাগ বিষয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, তা ভিত্তিহীন এবং বানোয়াট। বিজ্ঞপ্তি